কাভি তো কারিব আও, কাভি তো নাজার মিলাও
জল ছুঁয়ে দিলে! মেঘ ঘুঙুর বাঁধে পায়.. ময়ুরীর মতো।
অশরীরী যত লুকোনো ইচ্ছেরা, হামাগুড়ি দেয় আকাশের গায়।
আকাশের মৌনতায় গাঁটছড়া বেঁধে!
ইতিমধ্যেই শিখে নিয়েছে সে তারাখসা দেখা-
একটা... একটা...একটা কোরে।
প্রতিদিন বিকেল আসে বহুরূপীর বেশে
অমনি চশমা চোখে আঁটসাঁট হয়ে বসে, ছুঁয়ে ফেলতেই পিচ্ছিল মাছের মতো সরে যায়,
নতজানু হয়ে গড় করে তার পায়...
ও বিকেল, আমার গোধূলি হয়ে থাক সর্বক্ষণ!
অমনি, একগাদা নালিশের ফর্দ ধরিয়ে মৌনি হয়ে যায়।
মেঘ পুনরায় তারাখসা দেখে... সকালের অপেক্ষায়
অপূর্ব
ReplyDelete