February 21, 2019

দেবব্রত মাইতি


হয়তো কোনো একদিন


হয়তো কোনো একদিন
একটি অপরিচিত সম্পর্কসূত্র
পরিবর্তিত হবে দীর্ঘসূত্রতায়
এই আশায়
একটা দীর্ঘসূত্রের একপ্রান্ত
বেঁধে দিই গাছের চারিপাশে
অপর প্রান্ত ফেলে দিই
ভীড়ে ঠাসা রাজপথে
দিন এক
             দিন দুই
                          দিন তিন
মাপতে থাকি সময়ের গতিবিধি



No comments:

Post a Comment