January 26, 2019

কিশলয় গুপ্ত


১_জানুয়ারী_২০১৯
 

তুমি আর আমি।জামবাটি ভর্তি মাখা মাংস ভাত
নাচুনে অন্ধকার জুড়ে লক্ষ অশ্বারোহী। যুবতী রাত
রুটিনে আলো। গতকাল। সারিবদ্ধ ইঁট।এপিটাফ
সেলাই করা কাঁধঝোলা।কই শান্তিনিকেতনী পাপ?

তুমি আর আমি।শব বাহিত গাড়ি।হাসি। স্বর্গরথ
উড়ন্ত টেবিল।ঝুলে থাকা কথোপকথন।ঘ্যামা পথ
পাগলাটে বাউল ধরে আখড়া।খেউড় খেউড়ে খিস্তি
ধর্মাবতার,ক্ষমা করুন হতেও পারে এটা শেষ কিস্তি

তুমি আর আমি।গড়ানে ফুলমতি বছর- লাজবাব
খালি বাসনকোসন কালের পেটে ফুটন্ত অভাব!!
আর পাঁচটা দিন যেমতি সরযূর তীরে রামের বাপ
সেলাই করা কাঁধঝোলা।কই শান্তিনিকেতনী পাপ?

তুমি আর আমি।পাপ পাপ চোখ। নাবালক হাত
তুমি আর আমি।জামবাটি ভর্তি মাখা মাংস ভাত।

No comments:

Post a Comment