সাধারণ প্রেম
অবিশ্রান্ত পথিকের ভীড়ে দাঁড়িয়ে থাকে-
যে শ্রান্তপথিক,
অসময়ের বৃষ্টি কে উপেক্ষা না ক'রে থমকে যায় -
যে পান্থ,
প্রখর দুপুরে জলের তেষ্টায় -
যে তৃষ্ণার্ত,
সেই চেনা, ভীষণ চেনা কে আমি ভালো রেখেছি।
কোনোরকম কাঠিন্যতা স্পর্শ করতে না পারার প্রতিশ্রুতি দিয়েছি,
ভেঙেছি, গড়েছি, সুন্দর ক'রে সাজিয়েছি।
সরলতা যেখানে অহংকার,
ঠোঁটের কোণের এক চিলতে আলো যেখানে রূপ,
রোজনামচা যেখানে লড়াই,
সেই পুরনো, অতি প্রাচীন কে আমি ভালোবেসেছি
No comments:
Post a Comment