বন্যা
সোঁদা জমির আলপথ বেয়ে সূর্যাস্তের রেখা হেঁটে গেছে
জীবন্ত কালপুরুষ হয়ে । আমি অসাড় হয়ে পড়েছি বারবার
ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়া শরীর নিয়ে মিছিল করেছি ,
ভোরের আকাশে নিভে যাওয়া তারাদের সৎকার করেছি নিজহস্তে ।
তবুও তখনো ঝড় থামেনি বাম অলিন্দের রক্তিম কপাটিকায় ,
তখনো বৃষ্টি নামেনি তোমার চোখে , কাজলও ভেসে যায়নি স্রোতে
আমি কখনো মৃত্যু দেখিনি চাঁদের ঠোঁটে কিংবা মূলাধারে ,
তবুও আক্রান্ত হয়েছি রবিহারার বিবর্ণতায় বারংবার
আবার খসে পড়েছি ব্ল্যাক হোলে ভেসে থাকা নক্ষত্রানুর মতোই ।
No comments:
Post a Comment