ভাষা
(২১ শে ফেব্রুয়ারি স্মরণে)
চাল সাদা বর্ণমালার আগ্নেয় নাভিমূল থেকে
উদগিরিত হয় সক্রিয় ভিসুভিয়াসীয় স্বরবর্ণ আর ব্যাঞ্জনবর্ণ
কৈশোরী জোড়কলম শব্দের রূপ নেয় শূন্য তাপাঙ্কে
তারপর
এক পা
দু' পা
তিন পা
হাঁটতে
হাঁটতে
হাঁটতে
যুবতী ভাষায়
নদী হয়ে আমায় ভাসিয়ে নিয়ে যায় সুদূর মোহনায়
সেথায় নির্জনে
ঝাউবনে উবু হয়ে বসে
আলিঙ্গন করি জোরকদমে
কিছুটা সহবাস
আমায় নিঃস্ব করে
টেনে আনে উপবৃত্তাকার কক্ষপথের নাভিতে
তবু আমি প্রাণ ঢেলে দিই
শেষ করি আমায়
এক নয়
দুই নয়
তিন নয়
হাজারবার
আমার যৌবনে লেপ্টে থাকে
আমারই পূর্বপুরুষের দারুণ ঔরস
তোমার গা বেয়ে উঠতে থাকি
ফুসফুসে হাজার কিউসেক দর্প ভরে নিয়ে
হৃদপিণ্ডে লালায় মিশ্রিত কোটি কিউমেক অহংবোধে
এভাবেই তুমি আমায় গাঢ় ভাবে জড়িয়ে থাকো
এক নয়
দুই নয়
তিন নয়
প্রতিক্ষণে......
প্রতি দিবসে.......
No comments:
Post a Comment