February 21, 2019

সুশীল হাটুই


মা নিষাদ

ধরা যাক---
রোমিও-র জন্ম রোমে,
আর জুলিয়েট জুলিয়াস সিজারের বোন।

এতে কিছুতেই প্রমাণ করা যাবে না,
আগুনে পোড়া রোমে নিরো বেহালা বাজাচ্ছেন,
আর শ্রীকৃষ্ণ তাঁকে বধ করার জন্য
সেনা পাঠালেন।

ধরা যাক---
সেলুকাস সেলুলার জেলে বন্দি,
আর সম্রাট অশোক অশোকবনে সীতার
সঙ্গে দেখা করলেন।

এতে কিছুতেই প্রমাণ করা যাবে না,
a2+ b2= জিসাস্ ক্রাইস্ট। আর
a2- b2= চন্দ্রগুপ্ত মৌর্য ।

ধরা যাক---
ক্লিওপেট্রা রাস্তায় হেঁটে চলেছেন,
তাঁকে দেখে হিটলার সিটি দিলেন, বিরক্ত
ক্লিও পায়ের জুতো খুলছেন।

এতে কিছুতেই সিদ্ধান্তে পৌঁছোনো যাবে না,
বাল্মীকি বলবেন ---

মা নিষাদ।



No comments:

Post a Comment