February 21, 2019

সায়ন্তনী হোড়


এবং ব্যাখ্যাহীন 

এক একটা সভ্যতা ভেঙে যাওয়ার আগে
রোদ্দুরের তেজ কে মুঠোবন্দি করে রাখতে হয়
ঠিক যেমন শুষ্ক মোহনা গর্ভবতী হওয়ার সময়
নষ্ট নদীকে আঁকড়ে থাকে

এতোদিন একাকীত্বের সাথে সহবাস করে বুঝেছি,
প্রতিদিন ভাঙতে থাকা  কিছু দীর্ঘশ্বাস
আসলে চৌচির  ব্রহ্মাণ্ডেরই ফেলে আসা অংশবিশেষ

এলোমেলো কিছু কথাদের ব্লু-প্রিন্ট এড়িয়ে
কখন যেন তুমি আমার মনের বারান্দা
পেরিয়ে চলে গেলে

হঠাৎই একটা চুপ বাক্সের দরজা খুলে যায়
যেখানে
ঠিক কতটা উষ্ণতা ঘুমিয়ে থাকলে আমাদের মধ্যেকার চুমুটা
ব্যখ্যাহীন হয়ে যায় তা আমার  জানা নেই

তারপর ভেজা অন্ধকার

                          দূরত্ব . . . ।।

No comments:

Post a Comment