February 21, 2019

সুপ্রীতি বর্মন


কচিপাতা

ছুটন্ত মোরগ সাইকেলে
সম্মুখ আসনে দুধে দাঁত কচি পাতা
ভবিষ্যৎ নির্ণয়যান সবুজসাথী অনির্দিষ্ট
পাঁজির নক্ষত্র বিচরণ।
উঠবস রৌদ্রস্নান প্রার্থনা গান গলাচেঁরা সুর কাঁপানো দালান।
তিনতালগাছ মুখস্থ রটাবিদ্যা বটের ঝুরি বিদ্বান।
শিরা বেয়ে অধঃপতন অন্ধত্বে চৌকোবাক্সবন্দী মেধা-মনন।
সন্দিহান প্রশ্নপত্র গোলকধাঁধা মস্তিষ্কের রন্ধ্র মূলরোম।
সিঞ্চনে কৌশিক ভূপতিত জলৌকা হাঁপুচুপু শোষণ।
সামগ্রিক সত্ত্বায় ঘূণ অবিকল প্রতিরূপ নির্মাণে ঠাপ।

মৃৎশিল্পীর কাল ঘাম নির্মাণ কপিক্যাট।
পিতৃত্বের উজ্জ্বলিত হোমাগ্নি দৃষ্টিপট প্রত্যাশিত নবাঙ্কুরে।
প্রোথিত আগামী জগদ্দল শিলান্যাস মোড়ক উন্মোচন।
লুকোচুরি দ্বীপান্তরে হারানো সারল্য নিষ্পাপ কচি পাতা।
এখন যেন শাপগ্রস্ত দায়ভারে পঙ্গু পর্ণমোচী।
শুষ্ক পাপবহন হাতের তালুতে ভাঁজ ভবিতব্যে কোঁচ।
মায়ের আঁচল ক্লাসিকাল শো অফ।
আমার প্রসূত বীজধান মাথাচাড়া কলাম

শস্যশ্যামলা, স্বর্ণালী আগামী ভিত্তিপ্রস্তর স্থাপন।



No comments:

Post a Comment