February 21, 2019

সন্দীপ ভট্টাচার্য


সহজ না

ফিরে আসা সহজ না
যেমন সহজ না চোখ তুলে চাওয়া
মন খুলে শোনা
অথবা রুবিক্স কিউবের বিন্যাস বুঝে নিয়ে
এই রোকো, বলে পৃথিবীর গাড়ি থামানো

এই যে উত্তর দক্ষিণ , পূর্ব পশ্চিম ছড়ানো
বাদামী গমের ক্ষেত
ইঞ্চিতে ইঞ্চিতে তার মুহূর্ত পাল্টানোর অক্ষাংশ
তাই ধূলোহীন পায়ে খুঁজে পাওয়া
কোনো নিশ্চিন্ত বিছানা, সহজ না

জ্বলে পুড়ে গৈরিক হয়ে আসা কনে দেখা আলোয়
যদি খুঁজে পাও কোনো হলদে পাখির কঙ্কাল
তবে মাপতে যেওনা আকাশের উচ্চতা
মেঘের গভীরতা খোঁজা
শুধুই বৃষ্টি ফোঁটাই , সহজ না

বার বার ফিরে যাওয়া, উন্মাদ হওয়া
পথের চিহ্ন হারালে গাছের গলা শরীরে
নিঃসঙ্গ বিকেলে ভুলে থাকা ওঙ্কার ,সহজ না

এরপর তারাহীন রাত্রে
শিয়র ছুঁয়ে যাওয়া স্বর্গীয় আলোকবর্তিকা
চুপি চুপি শোনালে মৃত্যুর ফরমান
অন্তিম নিঃশ্বাসে শুষে নেওয়া সব অন্ধকার

                                                সহজ না।।



No comments:

Post a Comment