দূরবর্তিনী
দূরে চলে যায় যারা, ছায়াধরা শরীরের বুকেকি
কিছু ঋণ থেকে যায়, নিজেদের কাছে
কিছু বা গোপন বাজে, অনাহূত স্বাদ, কোরকের ধ্বনি
না থাকা অনেক কিছু স্বর্ণমৃগ; জেগে থেকে মৃত
একা যে হেঁটেছে পথে, পথ তাকে চিনে নেয়
আদরের ডাকে, বেলা শেষে ভাঙা মেঘ কেঁদে ফেলে বাতাসের চোখে
কিছু ফুল, পারাবত, পোষা পাখিদের মত
গন্ধের সফেন সহ, সমুদ্র পরাগে
বিলীন করেছে শ্বাস, রৌদ্রপাখা। স্পন্দনসীমানা
তবু ফিরে আসে বার বার, অবেলার ছলোছলে
তুমি তো পয়গম্বর নও , অন্ধ আলোকের ছলনায় সারারাত
শিয়রে রেখেছ মায়ামদ্য, তার নেশাতুর ঘোড়া ছুটিয়ে মেরেছে একচোট
এভাবেই একদিন লাগামে মেরেছ টান
থেমে যেতে যেতে দেখি
আকাশের দিকে ঝুঁকে তোমার সহজ দূরাগত হাত
মনে হয় সমস্ত যজ্ঞের শ্রম পন্ড করে এক সুবিশাল ধোঁয়া দিকহীন
ইশারায় হাতছানি রেখে গেছে
No comments:
Post a Comment