আবার হবে? আমার?
একটা পেরেক পুঁতে দিও
অনেক ভালোবাসা জমে গেছে
এবার রক্তক্ষরণ চাই।
নিভু নিভু প্রলাপ, ঘুমঘোরের কিছু সংলাপ
দ্বারে অপেক্ষায় রাখে
আমার মন তোতা পাখি, ইজ্জত হারানোর ভয় নেই।
শুধু ছুঁয়ে চলে যাওয়া
নদীর বুক বেয়ে আসা শ্বাস
কোরকে রাখা তুমি এবার আমার হবে,তাই...
কলম নিয়ে বসি। আবার।
No comments:
Post a Comment