February 21, 2019

মন্দিরা ঘোষ


নীল নিষিদ্ধ লিপস্টিক

স্নানঘরের মনখারাপে সাবানের  আঁচর
সেই গল্পের নির্জন কুমারীপৃষ্ঠা

সুগন্ধির ফুলস্টপ আঁকা প্রথম অন্তর্বাস মানে
পায়ে পায়ে জড়তা জড়িয়ে থাকা
সারাদিনের নামতঘর

তক্তাপোষের নীচের অন্ধকারগুলি যখন
সেজে ওঠে নীল নিষিদ্ধ লিপস্টিকে
তখন সেগুলি একটি সময়কে নির্দিষ্ট করে

শীৎকার আবেগনিয়ন্ত্রিত  একটি জ্যাকেট
যেখানে পকেট ভর্তি ঝোড়ো হাওয়ার  উস্কানি

দুটি হিমেল আলিঙ্গনের নাম
মেঘকুয়াশার দোলাচল হলে
অপেক্ষারত দড়ির ফাঁসে ঝুলে থাকে
আত্মরতির টুকরো


No comments:

Post a Comment