নীল নিষিদ্ধ লিপস্টিক
স্নানঘরের মনখারাপে সাবানের আঁচর
সেই গল্পের নির্জন কুমারীপৃষ্ঠা
সুগন্ধির ফুলস্টপ আঁকা প্রথম অন্তর্বাস মানে
পায়ে পায়ে জড়তা জড়িয়ে থাকা
সারাদিনের নামতঘর
তক্তাপোষের নীচের অন্ধকারগুলি যখন
সেজে ওঠে নীল নিষিদ্ধ লিপস্টিকে
তখন সেগুলি একটি সময়কে নির্দিষ্ট করে
শীৎকার আবেগনিয়ন্ত্রিত একটি জ্যাকেট
যেখানে পকেট ভর্তি ঝোড়ো হাওয়ার উস্কানি
দুটি হিমেল আলিঙ্গনের নাম
মেঘকুয়াশার দোলাচল হলে
অপেক্ষারত দড়ির ফাঁসে ঝুলে থাকে
আত্মরতির টুকরো
No comments:
Post a Comment