হ্যালুসিনেসন
নষ্ট কর্ণিয়া থেকে রাতকান্নায় যতটুকু গড়িয়ে ঢেলেছি আলো, তার বেশী কখনো যাইনি সেখানে, অথচ ফসিল থেকে গেছে। ফসিলে ফসিলে এবং ক্রমাগত ফসলে আমার বাইশহাজারতম প্রজন্মে ব্রেইলবর্ণ শেখা সাপেরা আর নেউলদের শাপশাপান্ত করেনা ক্যাননভাঙা কবিতায়।
কেউ আমাকে কখনো অনন্য কাণ্ডারি বলে প্রমোট করেন না, তবু আমি ছপছপ দাঁড় টেনে যাই। মেডিকেল নেসেসারি ছাড়া কোনো বন্দুক রাখিনা কারও কাঁধে।
কাল সারারাত তিনি কোনো মেয়ে নাবিককে শোনালেন রবিঠাকুরের নিরুদ্দেশযাত্রা। তিনি স্বপ্নস্ফুটে উচ্চারণ করলেন সোনারতরী অপরিচিতা মানসসুন্দরী.... তিনি আদৌ কিছুই বলেন নি, এটা আমারই হ্যালুসিনেসন। মন্ত্রমুগ্ধ আমি তাঁর জন্য এককাপ চা করে এনে টেবিলে রাখলাম। অতঃপর নির্গত ধোঁয়ায় রাখলাম মেধাবী প্রত্যাশা....
No comments:
Post a Comment