স্মরণ
অকপটে সম্ভাষণ আদরের
বেহালা সুরের রঙিন তর্জমা করলে যা দাঁড়ায়-
পাড়া ঘেঁষে উঁকি মেরে উল্লম্ফিত উত্তেজনা তার
নিয়মিত দোর খোলে বিনাশর্তে সমর্পিত আত্মা এষণায়
জেগে ওঠে হলুদ পাতা বোঝাই সংকলন
বেহালা সুরের রঙিন তর্জমা করলে যা দাঁড়ায়-
পাড়া ঘেঁষে উঁকি মেরে উল্লম্ফিত উত্তেজনা তার
নিয়মিত দোর খোলে বিনাশর্তে সমর্পিত আত্মা এষণায়
জেগে ওঠে হলুদ পাতা বোঝাই সংকলন
অস্পষ্ট জট ছিঁড়ে
অসহায় কুঞ্চিত রেখা দিব্য অনুমানে ফিরে চলে
অপার্থিব বর্ত্মে...
যুঝে নেওয়ার পরিধি ক্রমশঃ গুটিয়ে নিলে থাবা,অস্থিরতায়
অসময় বোঝে না ঘড়ির কাঁটা বিষম ফোটায় পুনঃপুনঃ
অসহায় কুঞ্চিত রেখা দিব্য অনুমানে ফিরে চলে
অপার্থিব বর্ত্মে...
যুঝে নেওয়ার পরিধি ক্রমশঃ গুটিয়ে নিলে থাবা,অস্থিরতায়
অসময় বোঝে না ঘড়ির কাঁটা বিষম ফোটায় পুনঃপুনঃ
No comments:
Post a Comment