অনতিক্রমণ
পেরিয়ে যাচ্ছি প্রিয় স্টেশন। আগে পরের লেভেল ক্রসিং। পেরিয়ে যাচ্ছি সেলফি মোড, বায়োপিক। জীবনে কিস্যু হল না গোছের যাবতীয় আক্ষেপ। পেরিয়ে যাচ্ছি কোনো পরিত্যক্ত বুথ, ডাইনে বাঁয়ে অন্ধগলি। ট্রাকের হর্ণ, ঝিঁঝিঁর ডাক আর অনিচ্ছুক শেয়ারবাজার। পেরিয়ে যাচ্ছি শ্রাবণ, শুভাকাঙ্ক্ষী বা নেহাত নিরুত্তাপ এক দিন।
শুধু দু-একটা দীর্ঘশ্বাস কখনো পেরোনো হলো না...
No comments:
Post a Comment