January 05, 2019

আমিনুল সেখ



ভালবাসার গান

তারপর হৃদয় থেকে এক
আলোকবর্তিকা নেমে আসে...
অপ্রেমের শূন্য জঠরে প্রথিত হয় আলোর ভ্রুণ।
সারারাত কেঁদে কেঁদে দগ্ধ হয়েছে যে অশ্রু,
যে ঠোঁট শুধু গেয়ে গেছে ট্রাজেডির বিলাপ,
প্রেমিকার চুম্বনে তারা ফের গেয়ে ওঠে
ভালোবাসার গান...
এক অনন্ত শিশিরমাখা হেমন্তের অপেক্ষায়।




No comments:

Post a Comment