January 05, 2019

কৌশিক চক্রবর্ত্তী



শূন্যস্থান

সাময়িক মৃত্যুতে রাস্তায় গাড়ি চেপে শোও
হিসাব রেখোনা কত ঢুলু চোখ তোমায় দেখেনি
বরং সে প্রিয়মুখে চুমু রাখো নিয়মমাফিক্
গাছেরাও শিখে নিক বিস্তার আর কুর্বানি।

আবার ফিরেছে সেই শূন্যতা জীবনযাপনে
এখনো মিছিল হলে তুমি একা মৃতদেহ সাজো,
বিষাদের রংতুলি ফেলে যেও শ্মশানের পাশে
লুকিয়ে রাখবো আমি ছাই মেশা জলের আওয়াজও।




No comments:

Post a Comment