January 26, 2019

সবর্না চট্টোপাধ্যায়


বিয়েটাকে এখন

ট্যাগলাইনে আজকাল ‘এক্সক্লুসিভ কেয়ার '
থরে থরে সাজানো ঘিয়ের লাড্ডু।
ঝলমলে হিরে আর ডিজাইনার স্যুট....
তারপর আসল তামাসা শুরু।

অন্তরঙ্গ পোজে রোল ক্যামেরা অ্যাকশন।
খনি চুষে নিংড়ে নিচ্ছে আগুন
আর জালছেঁড়া প্রজাপতির দল
তোলপাড় করছে ময়ূরপঙ্খী কাচের জল...

পার্সেলে কন্ডোম। হানিমুন ফোটোশ্যুটের প্ল্যান
হিরোর চওড়া পিঠ আঁচড়ের নিচ্ছে
অফসোলডার 'লাভবাইট'...

শুধু একটু বিশ্বাস দুচামচ নুন। ব্যাস
তাহলেই বেঁচে যায় হুজুগের ডির্ভোস… 

No comments:

Post a Comment