January 26, 2019

শুভদীপ পাপলু


রাস্তা চলছে...

নিজেকে শত্রু মানলে পিছল তোমার প্রত্যেকটি কুয়োতলা।
চর সেজে খবরে নিয়েছি তোমারই গেরিলা হানা একহাত-
আশেপাশে গণিকার হানা,কলেজ স্কোয়্যারে বৃষ্টি একপশলা...
চোখদুটো নিরক্ষর হয়েও প্রতিবিম্বের জবাবে অন্তর্ঘাত।

নিজেকে শত্রু মানলে অপ্রস্তুত তোমার নিজস্ব বাথরুম।
বইমেলাকে ভেবেছি চারু,সঞ্চালিকা'কে ভেবেছি কাবাব...
শেষ-হওয়া আহত অভিধানে সুবিস্তৃত শারীরিক শীতঘুম-
শেষ ট্রেন প্ল্যাটফর্ম ছাড়লে-‘আমার কোনও দোষ নেই,স্বভাব।’

নিজেকে শত্রু মানলে হাত তুলে উদ্ধারের চেষ্টায় তোমার ডুব।
তারিখটি নষ্টের ঘামে স্রোতস্বিনী হওয়া উষ্ণ দুপুর, বরফের-
এগিয়ে আসছে পোশাকি সংঘাত,সুরে তাই নগরকীর্তন,খুব
বিপরীতে অসুখ ছোঁয়ায়,ছোটগল্পের প্রভাব,বাংলা হরফের-

নিজেকে শত্রু মানলে পন্থা সকল তোমার হৃদয়ে বাম।
বৃষ্টিফোঁটা ছাতায় ভিজিয়ে ভ্রুণে ভ্রুণে সেজেছি পরমাণু;নিরাকার।
বয়স আঠেরো উতরে গেল,এখনও মুহূর্ত কবিতার শিরোনাম-
আমাকে খুন করেছি এত,খুনেরই সমার্থ হয়েছে, প্রবেশাধিকার...

No comments:

Post a Comment