শহর চোখের নীড়ে
হৃদয়ে যে ভাতগন্ধ, শ্বেতপদ্ম চোখের ভিতর
মানুষের জন্য রাখা সৌন্দর্যের তুমুল পরাক্রম
অনেক প্রজ্ঞাই শেষে ধরাশায়ী সুন্দরের কাছে
অভুক্ত চাঁদেরও তবু প্রিয়বার্তা রমণী রমণে
তবু জল, তবু ছায়া, তবু রাত গাছের প্রণয়ী
আকন্ঠ মহুয়া ফেঁদে ওই চোখে হিরণ্য অঙ্গুরী
ধরাশায়ী পিতামহ, কমন্ডুলু রিক্ত পরমায়ুর।
কাব্যগ্রন্থ
অনেক গুলো ভালোবাসা আমার,
অনেক মুক্ত প্রেম।
ফটোফ্রেমে জমাট ধূলোর ফাঁকে
কত ছায়া গলেই পড়ে গেছে।
একটা গোটা যাপন ভালোবাসার,
একটা গোটা জীবন প্রেমের চিঠি।
জেগে এবং ঘুমিয়ে - যেমন হোক
এই জীবনটা প্রেমের নিবিড় শ্লোক।।
অনেক মুক্ত প্রেম।
ফটোফ্রেমে জমাট ধূলোর ফাঁকে
কত ছায়া গলেই পড়ে গেছে।
একটা গোটা যাপন ভালোবাসার,
একটা গোটা জীবন প্রেমের চিঠি।
জেগে এবং ঘুমিয়ে - যেমন হোক
এই জীবনটা প্রেমের নিবিড় শ্লোক।।
No comments:
Post a Comment