কালো রাতি গেল ঘুচে
চুরি করে এনেছিলাম তোমার ঘরের যত সূঁচ।
তখন যে তুমি জানতে কালাজাদু
আমার ভয় বাঁচতো খোঁচায়!
আজ থেকে আর কোলবালিশ জড়িও না!
অ কখনো তো বন্ধুযাপন করে প্রয়োজনের!
ভয় ভেঙে গেলে তুমি কিনে নিও নতুন সূঁচ
নতুন শিকার, নতুন জীবন, নব সম্ভোগ।
তে-রাস্তার মোড়ে দাঁড়িয়ে, আমি সংস্কার শিখেছি।
তখন যে তুমি জানতে কালাজাদু
আমার ভয় বাঁচতো খোঁচায়!
আজ থেকে আর কোলবালিশ জড়িও না!
অ কখনো তো বন্ধুযাপন করে প্রয়োজনের!
ভয় ভেঙে গেলে তুমি কিনে নিও নতুন সূঁচ
নতুন শিকার, নতুন জীবন, নব সম্ভোগ।
তে-রাস্তার মোড়ে দাঁড়িয়ে, আমি সংস্কার শিখেছি।
জমাটিয়া
এই! ! এপর্যন্তই থাক।
গিঁটটা আর খুলো না।
শীতের পশমী কালে যদি খুলে যায়
এই! ! এপর্যন্তই থাক।
গিঁটটা আর খুলো না।
শীতের পশমী কালে যদি খুলে যায়
হড়হড়িয়ে সম্পর্কের উল-
ঠান্ডায় জমে কুলফি হবো।
ঠান্ডায় জমে কুলফি হবো।
এ সময়ে, উদোম হলে, কষ্ট পাবো।
No comments:
Post a Comment