January 05, 2019

মন্দিরা ঘোষ



স্পর্ধা

না কোন অহংকার নয়
হতাশা নয়
কোন অসুস্থতাও নয়
শুধু তোমার স্পর্ধার আঙ্গুল
যখন আমার দিকে ফেরে
নিজেকে আড়াল করি
নিজেরই আদলে





প্রত্যয়

কিছুটা সবুজ আঘাত আর
কিছুটা প্রত্যয় বিমুখ
আমিও গোছাতে পারি
সব বিনিময়
আমি ও ঘোরাতে পারি
অভিমুখে ভেঙে পড়া মুখ




No comments:

Post a Comment