January 05, 2019

জয়দেব মহন্ত



বি-ছায়া

কাঁচা আঙুলে নক্ষত্রগান শোনাবো
অস্তির কোণায় কোণায় জন্মক্রিয়া বেঁধে
প্রশাখান্তরে নিঃশেষ জোনাকি আহ্বান
ফুসফুসে ন্যাপথলিন দিয়ে জাগিয়ে রাখছি।
অস্পষ্ট মৃতদহন...
ছাই আর পঞ্চ-সুরে তার বি-ছায়া বিদ্যুৎমুখী
শুধু ভাঙা দেওয়ালে বকেয়া ঘুম
তুলসী আহ্বানে সেতারে চাপ বাড়ে...




No comments:

Post a Comment