শব ছুঁয়ে কোন শবরী বালিকা
আজ ঝুমরু লেগেছে পায়ে। ঝুম ঝুম ঝুম কোন অবুঝ দুল। দুলকি দহনে দুলেছিল সব। শব ছুঁয়ে কোন শবরী বালিকা। সাদা থান গায়ে
এসো। ফিরে এসো। এইটুকুই তো পথ। কেন ছেড়ে যাবে ?
নাচিছে নাচিছে ওরা শব। সব। শবরী বালিকা লাল চেরি গায়ে। গাঁয়ে। সেজেছে সেজেছে লালচে ললাট
তাহলে পথে কেন বেঁধেছিলে?
লালে লাল হলে ডাক রাতের ভোর। ভরে ভরে নদী চামড়া কাঁকন। কাঁদিছে। ওলো কাঁদিছে তোর কোলের ধন
যেতেই হবে? কিন্তু পেটে যে আমার...
শোন। শবরী শোন। চিতা কাঠ ছুঁয়ে। ডাকিছে। ওলো ডাকিছে তোর মরদ দহন। তেলকালি নেভা ন্যাওটা মরণ
চলো। চলেই যাই। এইটুকুই তো পথ। কেন রেখে যাবে ?
কি দারুণ, দাদা....♥
ReplyDelete'শবরী বালিকা লাল চেরি গায়ে। গাঁয়ে।'
ReplyDeleteএখানে, 'চেরি' শব্দটি ভুল আছে। 'চেলি' হবে।