January 26, 2019

সুশীল হাটুই


আলতা-পরা ট্রাম-লাইন

অবশেষে a2+b2 ফর্মুলার কাছে
কুয়াশার মেল আইডি পেয়ে গেলাম।

কু + আশা = কুয়াশা। কু = খারাপ,
আশা =

১ বান্ডিল আশার ভিতর কু থাকবে কেন ?

প্রশ্ন আমি তুলিনি। মাছের পেট থেকে বেরোনো
শকুন্তলার আংটি প্রথম তুলেছিল।

৩০২০ সালে মিস্ ইউনিভার্স হবে যে শালিক
সে-ও কি একই প্রশ্ন তুলবে ?

জানি না। তবে মেঘ কেন চাতকের কান্না
শুনে হাসে, তার রহস্য খুঁজতে বেরিয়ে দেখছি,

আলতা-পরা ট্রাম-লাইন। ট্রাম-লাইনের পাশে,
গান্ধারীর বেহালা বাজছে...

No comments:

Post a Comment