ঘোড়া
অন ইওর মার্ক
রেডি
স্টেডি...
আমার ভেতর উদাত্ত ঘোড়া
পেছনে ফেলে যাচ্ছি ক্লিভেজ
আড্ডাটোঙ, রাস্তার গড়ানে বেমালুম প্যাডেল
খই ও পয়সা
এভাবেই সবকিছু ফেলে যায়
এমনকি আস্তাবল, যেখানে একটা গোঁজ থাকে
.............
সুযোগ
থাক। যোনি তৈরি করি
জড়াচ্ছ আহা! এরেওলা রঙ সবই ফক্কা
তামাম রিপুমুখ সহনশীলতা জানে
ভুলিয়ে দাও সবকিছু তন্নতন্ন
আজ, জানলার ট্রাপিজয়েড জ্যোৎস্না
কবিতা লেখার জন্য নয়
..............
পরিচয়
প্রতিটা দিনের রোদ বান্ধবী হলে
আমার পরিচয় শিকড়, আপ্রিয় সোহাগ
সঙ্গী হতে পারি বিন্দুবৎ পাখির অপেক্ষা
ধান হতে পারি
রোদ পেলে গাছ মিশিয়ে দাও নিজেকে
মাটির প্রণামে
আমার ভেতর ও লালন
তবেই না আমার জন্মের কাছে বসত
...............
কীর্তন
শূন্য হও তুমি
আঁজলা পেতেছি -
খোলস গায়ে আমারই ফকির এসেছে
আহারের পাশে বসি, যন্ত্রণার ও
পরাণে বেজেছে প্রার্থনা তিলকমাটির সাজ
ষোলো নাম
..............
টার্ন
আমাকে ডেকে আনি
বল এন্ড ডিক্ ওয়াস- এর বিজ্ঞাপনে
আর তুমি
হাকিনি মুদ্রার মতো হাত রেখে
কবিতা শুনছিলে
No comments:
Post a Comment