June 30, 2019

দেবযানী ভট্টাচার্য্য


ফেরা যাক

যেতে হবে , ওঠা যাক তবে-
হাট ভেঙে গেছে, সারসার লন্ঠন
ফিরে গেছে পাহাড়তলীতে ।
যতখানি  আলো ছিল ঘাসের শরীরে, ততখানি শান্ত  মলিনতা ছুঁয়ে আছে নদীটির পারে ।

এখন ফেরার পথ, হেমন্তের গর্ভিণী  মাঠ-
তোমার শরীর থেকে  উঠে আসা আতপের ঘ্রাণ।
অনড় দুঃখের মত কিছু কিছু অনুচ্চার কথা শিশিরে শিশিরে মিশে থাক।

এখন ফিরতে হবে শূন্য  জানলায় ,
মুখোমুখি  আদিগন্ত কুয়াশার  রাত-
অভিমানী  নক্ষত্রের মুখ ।
স্মৃতিনদী বাঁক নেয় স্বেচ্ছা নির্বাসনে।

এখন হেমন্ত  এলে হিম হাত স্পর্শ  খুঁজে ফেরে-
এখন ফেরার পথে--
নিদ্রিত সাঁকোটির নীচে
মৃত স্বপ্নেরা ভেসে যায়



No comments:

Post a Comment