June 30, 2019

ত নি মা হা জ রা


চাতক জল

তোমারি অভিপ্রায়  নৈবেদ্য দিয়ে  বসে আছি,
তিলমাত্র সুখ থেকে দূরে স্বেচ্ছায় চলে গেছি উড়ে,
আমার রঙ্গিন কাগজ দেহ,মিটিয়ে বাতাসের দায়ভার  মোহ
চাও যদি, মুক্তি মাখতে পারে সারা গায়।

এইসব রংছোপ সামিয়ানায় ভরন্ত সুখ দেয়ালা ছিল যার রোজদিন,হাফগেরস্ত সে এখন,স্বনির্বাচিত বাউন্ডুলে মন,
হতে পারে  নিমেষেই আলাদীন, মায়াটান কালভার্ট পাশ কাটাই,কারো মুখে লেখা থাকে অনুরোধ,
কারো হাতে ধরা থাকে কাঠের লাটাই।শচীমাতা খুব জোরে হাঁক পাড়ে অন্দরে " নিমাই,  নিমাই "
দাক্ষিণ্য হাত উপুড় করে দিয়ে বলে,  ওরে   নাই,  নাই,  নাই।

ভালবাসা ফেলে রেখে  চৌকাঠে লক্ষীছাপ আলপনার মতো  নিঃশব্দে যারা চলে যায়,তাদের মনের কথা ঘ্রাণ হয়ে ফোটে রোজ ভোরের মাধবীলতায়।।

আমারও এই তুমিটুকুই নেহাত সম্বল,সব ঢেউ অর্ঘ্য দিয়ে  সরস্বতী নদী বালির গালিচার নীচে রেখে যাবে শুধু একটু চাতক জল।।



No comments:

Post a Comment