১. স্বপ্ন ভঙ্গ
কড়ি আঙুল খুললে সিঁড়ি ভাঙা অঙ্কেরা চেঁচামেচি শুরু করে
বুড়ো আঙুল টর্চের মতো আলো দেখিয়ে দাও
প্রত্যেকটি আঙুলের মেয়াদ ফুরাচ্ছো চার ঘরে
উঠি ,দেখি পুনরায় নেমে যায়
কিন্তু সিঁড়ির ধাপ বাড়তে থাকে |
২. তুমি
অবশিষ্ট রয়ে যাচ্ছো বার বার আত্মগ্লানিতে
নিখুঁত প্রেম নিজস্ব উৎপাদকে একামি এবং তুমি
নিজস্ব চিন্তনে, দড়ি বেঁধে দিয়েছো
আমারই বিশ্বাসে একটিও খেচর পাত্তা পায় না |
শুধু তুমি |
৩. ভূতেও পালায়
যে ঝাঁঝালো, প্যাঁচানো গন্ধ
দর্শন সূত্রে
ধুঁয়ো দেখতে পারছো
সেখানে H2S মেশানো
শুঁকেছি গন্ধটা একটু বেশি
এতে ভূতেও পালায় |
৪. যাপন
গর্ত বেঁচে হাঁটো
মনে পড়ে ভগ্নাংশের ঠোক্কর
এক ধরো সমাধান ব্যাখ্যামূলক হয়ে যাবে
যাপন এটাই |
কবেও শিক্ষক ছিলুমনি |
৫. নাম নেই
গণিতের সূত্রগুলো এক মুঠো বালির মতো ঝরে পড়ো
কিছু চিন্তাশৈলীর ক্ষমতা নেমে পড়ে,
দাবার চালের মতো
তাও তা অর্জন করতে হবে
দেখা যাক কতটা ভুল ধরতে পারি |
No comments:
Post a Comment