শেকড়ের শোক
অতঃপর বৃ্ষ্টিতে ধুয়ে গেল
শহরের সব জেব্রা ক্রসিং।
সিগন্যালের সব লাল আলো
ঘুষঘুষে জ্বরে আদুরে বিড়ির আগুন।
মোড়ের মাথায় লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে
আতঙ্কে ছুটে পালাচ্ছেন হুসেনের বিতর্কিত সরস্বতী।
রাতারাতি মাল্টিপ্লেক্সের ডলবি সিস্টেমে
সংসার সাজিয়েছে লোমশ বেজির দল,
পাবলিক চেটেপুটে লুফে নিচ্ছে অ্যাট্রাকটিভ অফার
ফ্ল্যাট ফিফটি পারসেণ্ট অফ,
সাদা পর্দায় কালো মানুষেরা নড়ছে,
কিন্তু বলতে চাইলেও আপাতত কিচ্ছু বলতে পারছে না...
রুস্তমজী ধোতিওয়ালার ট্যাঁক থেকে
কিছু কানাকড়ি ছড়িয়ে গেল ডিসেন্ডিং এস্কেলেটরে
পাবলিক তখনও নির্বাক দর্শক মাল্টিপ্লেক্সে,
কি জানি সেদিনের রাজা হরিশচন্দ্র বেঁচে থাকলে
আজও এমন নির্বাক থাকতেন কি না
নাগরিক অস্তিত্ব সংকটে...
No comments:
Post a Comment