January 26, 2019

সায়ন্তনী হোড়


অসুস্থ মনচিত্র

শরীর থেকে আর একটু শরীর খুঁড়ে নিলে
বিচ্ছেদের গন্ধ প্রকট হয়ে ওঠে
বোবা রংমশালের রঙিন কাগজ ধীরে ধীরে
  মেঘেদের প্রেমিকা হয়ে উঠছে ।

এক একটা নিউক্লিয়ার সাজিয়ে রেখেছি
গভীর নলকূপের পাইপে
  যেখান থেকে জলের বদলে উঠে আসছে তোমাকে না বলা এক গুচ্ছ কথা

  মনের অসুখটা ধীরে ধীরে
যেন জানালার ঐ কাঁচে আবদ্ধ হয়ে গ্যাছে
   ভেজা চোখের মাঝে নগ্ন প্রকৃতির
  আস্বাদ নিতে পারলে ও হয়তো কিছুটা
    মনের রম্বসকে কেটে বাদ দিতে পারতাম
       
কিন্তু নাহ

       আজ অসুখ সারানোর মলম দিলেও
   ক্ষতরা সেই  অদৃশ্য   সুখের প্রতিকূলে চালিত হয়

   এভাবেই  ভাঙা  মানচিত্রের খামে
        অস্তিত্ব সংকটের অঙ্ক বন্দি  থাকে চিরদিন. . .

No comments:

Post a Comment