উড়ান
দুধসাদা সিরোস্ট্র্যাটাস...
ছাদ নেই কার্ণিশ নেই ঊর্ধ্ববাহু ঊর্ধ্বমুখ
দুদিকে প্রসারিত হাত অ্যাভিস অনুসারী
অন্তর্ঘাত বা অবাধ্য প্রেম অকপট আর
যা কিছু উদ্বায়ী যা কিছু নিরলস মান্ধাতা
ছেড়েছি ছুঁড়েছি
এবার ছুঁয়ে যাবো
এবার হেরে যাবো
কখনো হারিনি
সে যত ডেকে যাক ঊরু বা শৃঙ্গ তন্নতন্ন
মেঘের সন্তান বৃষ্টি অক্ষর ব্রীড়া সংলাপ
উড়ে যাচ্ছি উৎসমুখ দ্বিধাবিভাজিকা
ধোঁয়াই সম্বল...
ফানুস মানুষ গোণে ক্ষয়ে যাওয়া মুখ।
No comments:
Post a Comment