পরিত্যক্ত শিশিরের জল
শীতঘুম ভেঙে এইমাত্র জেগে উঠল আমার শহর l
স্মার্টফোন হাতে সকালের রোদ
কর্পোরেট রমণীকে চাটছে ;
বিস্তীর্ণ ফুটপাত জুড়ে আলস্য
কাঁথামুড়ি দিয়ে পড়ে আছে ;
পড়ে আছে বিগতরাতের ছেঁড়াস্বপ্ন l
চায়ের দোকানে জল এইবার ফুটে উঠবে
ফুটে উঠবে জীবন প্রাত্যহিকতায় ;
চলমান ফ্লাইওভার গতি পাবে
উন্নয়ন আজ যেন উধাও ডেটিংয়ে যাবে ;
মাখামাখি শেষ হলে পরিত্যক্ত শিশিরের জল
ছিন্নমূল ফুটপাতে পড়ে থাকে l
No comments:
Post a Comment