January 05, 2019

নিজামুদ্দিন মণ্ডল



ধানসেদ্ধ

শীতের ভোরে ধানসেদ্ধর গন্ধ
নাদায় কুঁড়োর জ্বাল জ্বলছে
মা উস্ কাঠি চালাচ্ছে অনবরত,
আমরা তিন প্রান্তে বসে উত্তাপ নিচ্ছি
গুনগুন করে গল্প শুরু হয়েছে,
শীতের ছেঁড়া পোষাক ভেদ করে
তাপ চলে আসছে সম্মুখভাগে,
পাত পোড়ার গন্ধ পাচ্ছি এখনও

অজান্তেই এমনই কত স্মৃতি শুকিয়ে যায়




No comments:

Post a Comment