January 05, 2019

সম্পাদকীয়



নিছক কৌতূহলী মেঘগুলোও শীতের সকালে স্বেচ্ছাচারী হয়ে উঠতে চায়, ওদের মনের মধ্যে জমে থাকা হিমবাহ কবির কলমে অক্ষরের প্রবহমান অবারিত ধারা হয়ে ফুটে ওঠে…

জীবনের পরাগমিলনগুলো রেণু থেকে রেণুর অন্তঃস্থলে নিজস্ব বর্ণালিকে রামধনু রঙে ফোটাতে ফোটাতে একদিন স্বাবলম্বী হয়ে ওঠে। এই স্ব-অবলম্বনেই ধরা থাক জীবনের সমস্ত কবিতার মর্মার্থ।  শুরু হোক জীবন কবিতার এক অনাবিল ধারা…

সমস্ত যান্ত্রিকতার বিরুদ্ধে মানব মনকে যদি কেউ নিরিবিলিতে একটু শান্তি দেয় সেটা অবশ্যই কবিতা। দৈর্ঘ্য,  প্রস্থ, আয়তন, ক্ষেত্রফল- এসবের হিসেব নিকেশের বদলে এই সুমিষ্ট শীত মূর্ছনায় ৩০ জন কবির সর্বমোট ৩৮ টি অণুকবিতার ডালি নিয়ে দহর এবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রতিটা কবিতাই অনবদ্য। আশা করি পাঠকের মনোরঞ্জন করতে প্রতিটি কবিতাই সফল হবে। আমাদের পত্রিকার এবার প্রচ্ছদ করেছেন কবি পাবলো শাহি। দহরের পক্ষ থেকে তাঁর জন্য এবং এই সংখ্যার সকল কবিদের জন্য রইল আন্তরিক ধন্যবাদ।



শুভ বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা সহ-

                    সুতনু হালদার ও সৌরভ বর্ধন
                                  ২৫/১২/২০১৮




No comments:

Post a Comment