(অণুকবিতা সংখ্যা)
সূচীপত্র :
একটি করে অণুকবিতায় : অমিত পাটোয়ারী, খোদেজা মাহবুব আরা, গৌতম কুমার গুপ্ত, তুষার আচার্য্য, উৎপল তালধি, শুভদীপ ঘোষ, গোপাল বাইন, বিকাশ দাস, সুশীল হাটুই, বন্যা ব্যানার্জি, মনোজকুমার রায়, দেবব্রত রায়, নিলয় নন্দী, নিজামুদ্দিন মণ্ডল, সুবোধ ঘোষ, কৌশিক চক্রবর্ত্তী, মিষ্টু বসু, আমিনুল সেখ, জয়দেব মহন্ত, সায়ন্তনী হোড়, মৌমিতা চক্রবর্তী, রাজশ্রী ব্যানার্জী।
দুটি করে অণুকবিতায় : জ্যোতির্ময় মুখার্জি, হেমন্ত সরখেল, উজান উপাধ্যায়, মন্দিরা ঘোষ, অভিজিৎ দাশগুপ্ত, রবীন বসু, তন্ময় চৌধুরী, দয়াময় পোদ্দার।
শোক প্রকাশ :
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। বাংলা সাহিত্যে এই নক্ষত্রপতন অপূরনীয় ক্ষতি। তাঁর লেখনীতে তিনি অমর থাকবেন আমাদের মাঝে আমাদের সাথে।
****
No comments:
Post a Comment