January 26, 2019

প্রসেনজিত রায়


পরাঙমুখ           
                 

নীরেন্দ্রনাথের রাজা উলঙ্গ ছিলেন--- এখনও প্রমাণিত হয়নি
কিন্তু জগন্নাথ ঠুঁটো--- বলতে কারো লজ্জা নেই
তুমি হয়তো বলবে--- চোখে ধুলো পড়েছিল
ওরা কাঁদানে গ্যাস ছুঁড়েছিল, তাই দেখতে পাওনি
কিন্তু পুরীতেও তো ধূপ ছিল, শাঁখ বেজেছিল।

থাক, অনেক কথা---
পাঁচটা আঙ্গুল তো আর সমান নয়
দু'টাকার আবীর কিনে দিলেই সরকার পাল্টে যায়
বিজয় মিছিল হয়
এখন তো রক্ত নয়, রংটাই প্রধান।

তোমার কানে ব্যথা কীসের?
তুমি বরং দুটো ইয়ার ফোন কানে দাও
দু-একটা হলিউড রিমিক্স শোনো
আমি যাই ডাক্তারের কাছে, দুটো ক্রীম নিয়ে আসি
            আবার শিশু হই! 

No comments:

Post a Comment