January 05, 2019

বিকাশ দাস



বলাৎকার

এসো কবি। এখন নির্জলা দুপুর।
আমায় নির্ভয়ে নগ্ন করো।
শব্দের কাঁচি ছুরি ধরো। মায়াবী গন্ধের ইথার ভরো।
খুবলে নাও শিকড় সমেত আমার উরস খুলে
হোক ভাঙচুর তোমার রিরংসার কলম তুলে।
আর্তনাদ পড়ে থাক একা নিশ্চুপ।
ভালো থাকার ধৃতি শুধু ভালোবাসা নয় বলে
নিয়ে যাও কবিতা শরীর থেকে শরীর ছিঁড়ে
হোক বলাৎকার; কবিতার চেয়ে বেশি দামি।




No comments:

Post a Comment