January 26, 2019

দেবব্রত রায়


পোকাদের মুখোশপ্রীতি

আলো ও আঁধারির যতটুকু মেলামেশা হলে
একটি রেডলাইট-জোন তৈরি  হয়,
তারও চেয়ে ঈষৎ অন্ধকার-নিরালায়
মেয়েটি দাঁড়িয়ে ছিল একা
কুয়াশাচ্ছন্ন এক দ্বীপের মতো।
(আর), সেই বিষণ্ণ মেরুশীতে
অন্ধকারের কিছু  কৃমি-কীট
মেয়েটিকে লুঠের মাল ভেবে তার উন্নত পীন-
পয়োধর ক্ষীণকটি-র জ্বোরো জ্বোরো ওম নিতে
একটি পাহাড়ি বাজের মতো ছো মেরেছিল!
অথচ, কয়েকটি লালাসিক্ত জিভ,
নখ আর, দাঁতগুলি সন্ত্রস্ত
ফিরে এসেছিল দ্রুত।

আসলে, মেয়েটির শরীর জুড়ে
মাধুরীর গজগামিনী পোর্ট্রেট  থাকলেও,
তার মুখমণ্ডলে আঁকা ছিল অভাবি সংসারের
মতো-ই কয়েকটি ক্ষতর ট্যাটু!

যদিও, মুখোশের ক্রীতদাস পোকারা
মুখোশ বিহীন মুখ দেখেনি কখনো
আর, সেই "বেহায়া" মেয়েটিরও
জানা ছিল না ক্ষতচিহ্ন ঢেকে রাখার
কোনও মায়াময় মুখোশের কথা! 

No comments:

Post a Comment