আলোময় আমার প্রেমিকা
এই যে দড়ি টানাটানি
ছিঁড়ে যাওয়া অব্যক্ত বাক্যের জঠর
১শূন্যতা থেকে আর ১ মহা অন্ধকার
তারপর ১২০০ ব্ল্যাকহোল
তাদের ভয়ানক টান
সবকিছু অগ্রাহ্য করে যে মাধ্যাকর্ষণ
সে কী বাংলা কবিতা?
ছিঁড়ে যাওয়া অব্যক্ত বাক্যের জঠর
১শূন্যতা থেকে আর ১ মহা অন্ধকার
তারপর ১২০০ ব্ল্যাকহোল
তাদের ভয়ানক টান
সবকিছু অগ্রাহ্য করে যে মাধ্যাকর্ষণ
সে কী বাংলা কবিতা?
সুচারু বিন্যাসে সাজে আলোময় আমার প্রেমিকা
আলোর মহিমা
বৃক্ষের নিচে যে জল শিকড় তা জানে;
বহমান শূন্যতার মাঝে দোল খায় যে হাওয়া
তার আছে কোন যাওয়া?
প্রসারিত দুই হাত যতটা শিল্প আঁকে
পাথর-ভাস্কর্য তার গোপন রহস্য জানে?
জানা তো আপেক্ষিক, অনুষঙ্গে থেকে যায়
পরস্পর আলাপ; সংগোপন পার হয়
প্রকাশিত আলোর মহিমা
No comments:
Post a Comment