শাইলক
পরম আত্মীয় হয়েও ডাকি না তোমায়।
বাঙালী মনের আনন্দের ও বিরক্তির সম্ভাষণ।
নারী, পুরুষ নির্বিশেষে তোমায় ডাকে যত্রতত্র।
আড্ডায় থাকো অসম্মানীয়, হয়ে ক্যাবলা কাবু,
লোকালয়ে জোটে সম্মান পদবী মশাই বা বাবু।
অবাক হলে তোমায় ডাকি প্রথমে থাকে যাঃ,
পানশালাতে আছো তুমি,
গলা অব্দি খা।
No comments:
Post a Comment