January 05, 2019

দয়াময় পোদ্দার



হাছনের গান

আলো পড়ে আসে।
মেঠোপথে মেযে়রা মেলায় যায়।
দূর গাযে়র কথা, ঘরে-দোরে বিরহ জমে।
অগোছালো ঘরে ফেরে- যে যার মতো

দুজনে।





জলভাষা

বাজারের কেনাবেচা ভিডে় কে যে আর
মনে রাখে কাকে,

একবার চাই-দেখা হোক আমাদের
মৃত্যুর আগে !




No comments:

Post a Comment