January 05, 2019

মনোজকুমার রায়



প্রণামী বাক্স

একটানা চলতে চলতে থমকে দাঁড়াল
বদলে নিল কলমের কালি
প্রণামী বাক্সের রং
গোধূলি আকাশে উষার প্রভাতে
মিছিলের পথে নব বলি

আষাঢ়ের বৃষ্টিতে ফ্যাকাশে হয়ে উঠে
প্রণামী বাক্সের রং
তখন গভীর অন্ধকারের ভিতর




No comments:

Post a Comment