January 05, 2019

রাজশ্রী ব্যানার্জী



মিথোজীবী

কিছু মেহগনি মুর্হূর্তরাই একমাত্র সত্যি,
চোখের পাতায় দারুচিনি সুখ,
নরম আলোয় মেঘলা হতে থাকা সম্পর্ক,
অভিমান গচ্ছিত রাখে বিগত চাঁদের কাছে৷

রমণে ফুটেছে যে ফুল,
তাকে আহ্লাদের জল দিও৷
স্পর্শের স্বাদটুকু বানজারা হওয়ার আগে -
মিথোজীবী হয়ে বাঁচবো ৷৷




No comments:

Post a Comment