January 26, 2019

শ্রীকণ্ঠ


ফিউজিজম

বায়োস্কপে ব্লু সিনেমায় ষাঁড়ের গুঁতো
ভালোবাসার রং ছাপোষা

উলঙ্গপনায় জড়িয়ে থাকে ফিতাকৃমি

আল্ট্রাভায়োলেট রে ওজোনহোলে মাথা ঝুঁকায়

একটার পর একটা অন্ধি-সন্ধি বেয়ে ইউরেনিয়াম
মিশে যায় হাড়ের মজ্জায়

ক্রোমোজিয়াম বিনাশ দ্যাখে ভ্রূণাক্ত মাংস পিণ্ড

এভাবেই ফিউজিজম বিশ্বাসে
পথ চলতে থাকি আমরা

অন্ধকে আলো দেখতে না দিয়ে
গর্বিত আমরা আনন্দের নেশায় বুঁদ হয়ে থাকি

সৃষ্টির সূত্রে
ঢেলে দিই
বিষাক্ত বীর্য্যাসিড........    

No comments:

Post a Comment