মা- চিঠি লেখেন না
আমার মা কোত্থাও চিঠি লেখেন না...
কারণ অনেক---
প্রথমত,
আমার গায়ে তার সমস্ত অক্ষর বসিয়ে দিয়ে
নিঃস্ব হয়ে গেছেন।
অথবা,
তার সমস্ত ঠিকানাগুলো আমার অস্তিত্বে
জমাট বেধে, শিলা হয়ে গেছে।
নয়তো,
আমার গায়ে যে অলৌকিক বৃক্ষটি বাড়ছে
তার, ফুল- হলুদ পাতার অপেক্ষায়
নিথর বসে আছেন।
হয়তো,
আমিই একমাত্র তার,খবর
আসা-যাওয়া, নাভিমূল ঠিকানা, শীতল
নিরন্তর জল!
আমার
এত এত সবুজ অক্ষর, এত এত গাছে
পাতার মতো ঝুলে থেকে, এত এত কথা
কবে, কবিতা হয়ে নামবে
মা কে তুলে দেব জীবন সংকলন...
বাহ্
ReplyDelete