January 26, 2019

সৈকত জানা



রক্ত বুলেট




মনে হয় গুলিটা এবার ঠিক মাংস পাহাড়ে লেগেছে ।
বুকের শহরের বাম পাশ থেকে এক লহমায় রক্তরা আততায়ী রূপে সদলে বেরিয়ে যাচ্ছে । আর যাওয়ার সময় বলে যাচ্ছে সেই গুলির সন্ত্রাসীবাদী কাহিনীর প্রেক্ষাপট । যার সঞ্চয়রুপ ভবিষ্যতে কয়েক পর্বের এক উত্তম উপন্যাসের পাণ্ডুলিপি হতে পারে ।


সেই বুকের শহরটাকে এখন আপাতত আবিষ্কৃত এক অধুনা পৃথিবী ভাবতে পারো । যার রক্ত ভূগর্ভের হিং লাভা ! বুলেটের আঘাতে গুমরে গুমরে জরায়ু ছিঁড়ে বেরিয়ে আসে ভূপৃষ্ঠের শহরতলীতে জন-সাম্রাজ্যের ভিড়ে । সব পুড়ে ছাই করে নোংরা পাড়া-মহল্লা, আততায়ীর কালো জঙ্গল, ভন্ড সন্ন্যাসীর মন্দির এবং রাজনীতির হিংস্র রীতিনীতি পুস্তকগুলিকে।


ওই বুকের বাঁ পাশে গভীরে যুবকদের বাস , যারা এই বিশাল শরীরটাকে দাঁড় করিয়ে রেখেছে তার ভবিষ্যতেদের জন্য । আর গুলিটা ঠিক... ওখানেই লেগেছে । এখন তারা ধ্বংসপ্রাপ্ত । বাকিরা পরজীবী চাঁদের মত পেছনের আকাশে লুকিয়ে লুকিয়ে পৃথিবীর সৌন্দর্য ভক্ষণ করে।


হীনবল মন্ত্রী-পাঞ্জর আর মধুমেহ মাংস পিন্ডের সে ক্ষমতা নেই, যে দোরগোড়ায় আততায়ী বুলেট কে আষ্টেপিষ্টে আটকাবে । ভেঙ্গে দেবে বেবাক সন্ত্রাসী বিস্ফোট পরিকল্পনা । যারা অন্ধকার ঘরে , উরগ গর্তে বারুদ দিয়ে মনে মনে ভাবি লাশের শহরে রং, তুলি ঘোরায় ।


কার বন্দুক থেকে বেরোলো এমন বুলেট ?
তুমি কি তাকে দেখেছো ? কার আঙ্গুলে এত জোর যে বন্দুক দিয়ে বুলেট চালায় ?

1 comment: